চিকিৎসা সংশ্লিষ্টদের নির্ধারিত অফিস সময়ে কর্মস্থলে থাকতে হবে: প্রতিমন্ত্রী
দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
তিনি বলেন, আমাদের চিকিৎসকরা অনেক ভালো কাজ করেন তবে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে না। অনেক জায়গায় কর্মস্থলে অনেকে উপস্থিত থাকেন না।
রোববার (২৪ মার্চ) রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক সময় অনেক হাসপাতালে হঠাৎ করেই চলে যাই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা তদারকি করলে যাতে দেখে সবাই আপনাদের কর্মের সময়টা ঠিকভাবে পালন করছেন। চিকিৎসকদের সুবিধা বাড়ানোর জন্য কাজ করবো। যদি সুবিধা বাড়ালে আপনাদের কাজ ঠিকভাবে হয় তাহলে আমরা সুযোগ-সুবিধা বাড়াবো। আমি হাসপাতালে গেলে অনেকে বুঝতে পারে না কে হেঁটে যাচ্ছে। অনেক অফিসেই আমি হুট করে চলে যাই। আমি চেষ্টা করি হাসপাতালগুলোর কার্যক্রম দেখতে। আমি জানি রোগীকে কয় জায়গায় ঘুরতে হয়, কেমন করে ভর্তি হতে হয়, কত ধরনের হয়রানি হয়, ভর্তির পরে কি হয় বিষয়গুলো আমি বিশ্লেষণ করে দেখি।
চিকিৎসকরা অনেক কাজ করছেন। তবে অনেকজন কর্মস্থলে দেরিতে আসছেন, আগে চলে যাচ্ছেন। প্রয়োজন থাকতে পারে তবে বিষয়গুলো কর্মস্থলে জানিয়ে করলে অনেক সমস্যা কেটে উঠবে।