মেক্সিকোতে ৪২ জন জিম্মিকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অপহৃত ১৮ শিশুসহ ৪২ জন জিম্মিকে উদ্ধার করেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ। শনিবার (২৩ মার্চ) অপরাধী গোষ্ঠীর কাছ থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
সিনালোয়ার গভর্নর রুবেন রোচা জানিয়েছেন, এখনও অপহৃত আরও ২৪ জনকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী। তাছাড়া উদ্ধার কাজে নিরাপত্তা জোরদার করার জন্য ৬০০ জনের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
রাজ্যের বাদিরাগুয়াতো অঞ্চলে তিনজন নিহত হওয়ার একদিন পর এই গণ অপহরণের ঘটনাটি ঘটেছে। কিন্তু এর পিছনে কে ছিল তা স্থানীয় কর্তৃপক্ষ জানায়নি।
স্থানীয় জননিরাপত্তা প্রধান জেরার্ডো মেরিদা জানিয়েছেন, শুক্রবার সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের বাইরে লা নরিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে অপহরণের ঘটনা ঘটে। অপরাধী গোষ্ঠীর সদস্যরা অন্তত তিনটি পরিবারকে জিম্মি করেছে।