টাইগ্রেসদের বিপক্ষে চাপের মুখে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ শুরু আর মাত্র কয়েক দিন বাকি, এর আগে বাংলাদেশের উইকেট আর আবহাওয়া পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন অ্যালিসা হিলি-তাহলিয়া ম্যাকগ্রারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগ্রেসদের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের নারীদের স্পিন ঘূর্ণিতে রীতিমত দিশেহারা অস্ট্রেলিয়ার নারীরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অজি নারীদের ওপর রীতিমত ছড়ি ঘোরাচ্ছে টাইগ্রেস স্পিনরা।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান।