রাজধানীর ভাটারা বসুমতি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
রাজধানীর ভাটারা বসুমতি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে ভাটারা বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ‘মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্ট’র কর্মচারী মো. আফসার উদ্দিন জানান, হোটেলটিতে কারিগর হিসেবে কাজ করতেন রাজু। সকালে হোটেলের সামনে সানসেটের নিচে দাঁড়িয়ে রান্নার কাজ করছিলেন তিনি। এ সময় রাস্তার বিপরীত পাশে নির্মাণাধীন একটি ১০তলা ভবন থেকে স্যান্টারিংয়ের লোহার পাইপ নিচে পড়ে ছিটকে দাঁড়িয়ে থাকা রাজুর পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।