ভাতিজার জন্য গর্বিত আকরাম
তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরির মাহেন্দ্রক্ষণে মিরপুর শেরেবাংলা মাঠে ছিলেন আকরাম খান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে পাকিস্তান সফরের আগে তামিমের এমন পারফরম্যান্সে দারুণ খুশি তিনি। তবে সেই সঙ্গে গর্বিত। কারণ ভাতিজা তামিম নিজের নাম যোগ করেছে ইতিহাসে। গতকাল সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘খুবই ভালো। আমাদের যে উদ্দেশ্য ছিল যেন টেস্টের আগে জাতীয় দলের ক্রিকেটারদের বিসিএল খেলাতে পারি। পাকিস্তান যাওয়ার আগে লংগার ভার্সন খেলছে এবং সবাই মোটামুটি রান করছে। সঙ্গে বোলাররা যদি ভালো করতো তাহলে আরো ভালো লাগতো।তামিম আজকে রেকর্ড গড়ল। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষ করে আমাদের পরিবারের জন্য। আমি খুবই গর্বিত।’
বিসিবিতে একটি সভায় অংশ নিতে এসেছিলেন আকরাম খান। তারই ফাঁকে গ্যালারিতে দাঁড়িয়ে দেখেন ভাতিজা তামিম ইকবালের অসাধরণ ট্রিপল সেঞ্চুরি। নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘খবর তো সব সময় রাখি। আজকে এসেছিলাম একটা মিটিংয়ের জন্য। কোচ এবং নির্বাচকদের নিয়ে এক বৈঠক আছে আমাদের। আবার খেলাও দেখলাম। সৌভাগ্যবশত এই জিনিসটা দেখতে পেরে খুব ভালো লাগছে। ৩০০ দেখেছি, খুবই ভালো লাগছে।’
ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবালদের নিয়মিত না পাওয়া নিয়েও আক্ষেপ ঝরে আকরাম খানের কণ্ঠে। তিনি বলেন, ‘ও (তামিম) যে কোয়ালিটির খেলোয়াড় এটা তো ওর প্রাপ্য। পরিসংখ্যানই বলে দেয় তামিম কোন মাপের খেলোয়াড়। আমাদের দুর্ভাগ্য যে ব্যস্ত তার জন্য ওদের আমরা ঘরোয়া ক্রিকেটে সবসময় পাই না। তামিম, মুশফিক বা রিয়াদরা যদি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতো তাহলে এর মান আরও উন্নত হতো। ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করাটা কত কঠিন বা ভালো বোলারের বিপক্ষে ব্যাটিং করাটা কত কঠিন এই জিনিসটা বুঝতে পারতো। আমাদের দুর্ভাগ্য এমন আমরা পাই না। তো সেটা নিয়েও আলাপ হয়েছে। আমরা যদি ওদের নিয়মিত খেলাতে পারতাম তাহলে মান আরও বাড়ত।’