আত্মসমর্পণ করে ৭ মামলায় জামিন পেলেন নিপুণ রায়
নাশকতার অভিযোগে করা পৃথক সাত মামলায় আত্মসমর্পণ করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর রমনা থানার দুইটা ও পল্টন থানার ৫টি মামলা রয়েছে।
আগাম জামিন শেষ হওয়ায় নিপুণ রায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে ৮টি মামলা হয়।