রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেল জুভেন্টাস

0

সিরিআ’তে পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। রবিবার ফিওরেন্তিনাকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

এনিয়ে টানা নবম ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ যুবরাজ। ফিওরেন্তিনার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল  আদায় করেন রোনালদো। এই নিয়ে চলতি মৌসুমে সিরি এ লিগে পর্তুগিজ তারকা গোল করলেন ১৭টি। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েই খেলেছে জুভেন্টাস। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে রোনালদোর পেনাল্টিতে এগিয়ে যায় জুভরা। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটের মাথায় ফিওরেন্তিনার ভুলে আরও একটি পেনাল্টি পায় জুভেন্টাস। এবারও গোল তুলে নিতে ভুল করেননি রোনালদো।

অতিরিক্ত সময়ে এসে (৯১ মিনিটে) ফিওরেন্তিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন মাথিজ ডি লিট। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জুভরা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি লাজিও। সমান ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৪৮।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com