লালমনিরহাটে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

0

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের অনুসারী হয়ে তারা যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে বিএনপির দেড়শ নেতাকর্মী যোগদান করেন।

এর আগে উপজেলা করিম উদ্দিন আহমেদ ইনডোর অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com