স্মার্ট সমাজ গঠনের মাধ্যমে সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে:ডেপুটি স্পিকার

0

স্মার্ট সমাজ গঠনের মাধ্যমে সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন প্রয়োজন। দুর্ঘটনারোধে অপরিকল্পিত স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্টসহ সব স্থাপনা নির্মাণ বন্ধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও নাগরিক সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবন অতি মূল্যবান।’

রোববার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শামীমসহ নিহত সবার স্মরণে এ স্মরণসভার আয়োজন করা হয়। এসময় আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন বাবার স্মৃতিচারণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘রাষ্ট্রের সব মানুষকে নিয়েই আমাদের ভাবনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা, নারী-পুরুষ, শিশু-কিশোর সবাইকে নিয়ে ভাবতেন। প্রতিটি মানুষই রাষ্ট্রের মালিক। আমাদের সবার জীবনের নিরাপত্তা নিয়েই ভাবতে হবে। সব দুর্ঘটনার বিষয়ে সরকারের নজরদারি রয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com