কারো সাথে দেখা-সাক্ষাৎ হয়নি, সিঙ্গাপুরে ফখরুল-পিটার হাসের সঙ্গে বৈঠক প্রশ্নে কাদের
কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় সেখানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন বড় দুই দলের শীর্ষ নেতার সঙ্গে পিটার হাসের সেখানে বৈঠক হয়েছে।
সিঙ্গাপুর চিকিৎসাধীন থাকাবস্থায় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ওবায়দুল কাদেরের কোন বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আজ ওবায়দুল কাদের বলেন, শুনেছি তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু কারো সাথে দেখা-সাক্ষাৎ হয়নি।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।