হাইকোর্ট থেকে ৫ মামলায় আগাম জামিন পেলেন আজিজুল বারী হেলাল
হাইকোর্ট থেকে ৫ মামলায় আগাম জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
রোববার হাইকোর্টে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ থেকে আগাম জামিন পান তিনি।
তাকে আদালত ছয় সপ্তাহের জামিন দেন। আজিজুল বারী হেলালের আইনজীবী মিথুন রায় চৌধুরী জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ অক্টোবর পর থেকে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে পূর্বাপর ঘটনায় হেলালের বিরুদ্ধে খুলনায় ৫টি মামলা দায়ের করে পুলিশ।
আদালতে হেলালের পক্ষে শুনানি করেন সাবেক মন্ত্রী বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।