নিহত যুবদল নেতার বাসায় মোনায়েম মুন্না
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। আজ রোববার তার বাসায় যান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় তিনি মিজানের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপি ও যুবদল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন। নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম কামাল হোসেন মিজানের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া করা হয়।