দেবর-ভাবির লড়াইয়ে কার হবে জাপা?

0

জাতীয় পার্টির (জাপা) একাংশ কাউন্সিল করে প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদপত্নী রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। আর মহাসচিব করা হয়েচে কাজী মামুনুর রশিদকে।

অন্য অংশের নেতৃত্বে আছেন এরশাদ ভ্রাতা জি এম কাদের।
নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বলছেন, দেবর-ভাবির এই লড়াইয়ে দলটি একীভূত থাকা অবস্থায় যে কমিটি ইসিতে জমা দেওয়া হয়েছিল, সেই কমিটির নেতারা কোনো অংশে বেশি সেটাই আমলে নিতে হবে। এক্ষেত্রে প্রেসিডিয়াম সদস্য যেই অংশে বেশি সেই অংশকেই স্বীকৃতি দেবে কমিশন। আর সেই বিচার না মানলে সংশ্লিষ্ট অংশকে যেতে হবে আদালতে।

সম্প্রতি রওশন এরশাদপন্থি কমিটিকে মূল জাপা বলে গণ্য করতে ইসিতে চিঠি দেওয়া হয়েছিল। তবে তা নামঞ্জুর করে জি এম কাদের নেতৃত্বাধীন অংশকেই আমলে নিয়েছে আউয়াল কমিশন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রেসিডিয়াম সদস্য অনুযায়ী সিদ্ধান্ত আসবে। কোনো কমিটিতে কতজন প্রেসিডিয়াম সদস্য আছে সে হিসাব হবে। যাদের পাল্লা ভারী সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে গণতন্ত্রী পার্টির মতোও পরিস্থিতি গড়াতে পারে। দলটির দুটি অংশই নিজেদের গণতন্ত্রী পার্টি দাবি করায় সম্প্রতি তাদের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত দিয়েছিল ইসি। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তও হয়েছিল। পরবর্তীতে তারা আলাদতে গেলে এবং ইসিতে প্রার্থীদের প্রার্থিতা বহাল রাখার আবেদন জানালে তা মঞ্জুর করে নির্বাচন কমিশন।

মূল কমিটি কার নেতৃত্বে এমন বিরোধে ইসির সিদ্ধান্ত না মানলে সেই পথেও এগোতে পারে সংস্থাটি। এক্ষেত্রে আদালতই হতে পারে জাপার শেষ আশ্রয়স্থল।
ইসির অতিরিক্ত সচিক অশোক কুমার দেবনাথ এ নিয়ে বলেন, তারা যদি কোর্ট থেকে কোনো আদেশ পারেন, তাহলে সেটাই হবে।

কোর্টের আদেশ কোনো অংশ বাদ পড়লে তারা ইচ্ছা করলে নিবন্ধন পেয়ে যাবে সহজেই। কর্মকর্তারা বলছেন, দুটি অংশ থেকেই অতীতে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। তাই নিবন্ধনের শর্ত অনুযায়ী, ইসির তালিকায় যুক্ত হতে তেমন কোনো বেগ পেতে হবে না।

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। এতে পার্টির প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেটরা দুই হাত তুলে তা সমর্থন জানান। এরপর প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর দলের অন্যান্য সিনিয়র নেতাদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান এবং সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, আল মাহগির শাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

এই নাম ঘোষণার পর উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেটদের কাছে মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন গোলাম সারোয়ার মিলন। এতে উপস্থিত সবাই তা সমর্থন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com