ফের ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন
ফের ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। আগামী শনিবার তিনি তেলআবিব পৌঁছতে পারেন বলে ইসরাইলি গণমাধ্যমে জানা গেছে প্রচারিত প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর দেশটিতে এটি তার ষষ্ঠ সফর।
সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিংকেন। এ ছাড়া দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন। এতে তিনি গাজা যুদ্ধের পর ফিলিস্তিন নিয়ে মার্কিনিদের প্রত্যাশা ও সে অনুযায়ী নিজেদের প্রস্তাবগুলো ব্যক্ত করবেন বলে জানা গেছে।
তবে ইসরাইলিরা সত্যিই মার্কিনিদের পরামর্শ শুনবে— এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।