আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের খই ফুটায় কিন্তু মনে মনে তারা পুরোদস্তুর স্বৈরাচার: এবি পার্টি
দ্বাদশ জাতীয় সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেছেন, আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের খই ফুটায় কিন্তু মনে মনে তারা পুরোদস্তুর স্বৈরাচার। আওয়ামীলীগ নেতাদের অন্তরে দেশের ৯৫ ভাগ মানুষের প্রতি হিংসা ও বিষ, ফলে তাদের স্বৈরাচারী কর্মকান্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লালকার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন কালে এসব কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মিছিলটি বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে।