এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না: এলডিপি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ এলডিপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করেন।
দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পল্টন ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এলডিপি নেতারা বলেন, ‘এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজ আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।’