হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ১২ দলীয় জোটের
হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। সোমবার দুপুরে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড়ে মিছিল করেন জোটের নেতাকর্মীরা।
তারা বলেন, ‘এই নির্বাচন দৃশ্যত আওয়ামী লীগের দলীয় নির্বাচন। এই নির্বাচনে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ও খেলোয়াড়রা অংশ নিচ্ছে। তাই এই নির্বাচনকে দেশি-বিদেশি সবাই প্রত্যাখান করেছে। স্যাংশনের আওতায় থাকা আওয়ামী লীগের নেতারা এখন গোপনে মুচলেকা দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। আবার অনেকে বিদেশে পালাবার পথ খুঁজছেন। আওয়ামী লীগের আলামত ভাল নয়। তারা এখন দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র করছে।’