৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল জামায়াতের

0

টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সকালে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন বলেন, চলমান আন্দোলনে দিশাহারা হয়ে সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তারা আবারও নৈশভোটের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে একতরফা তফশিল ঘোষণা করেছে। আর এই ফরমায়েশি তফশিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন প্রহসন কমিশনে পরিণত হয়েছে। কিন্তু জনগণ জুলুমবাজ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক হরতাল পালন করে মাফিয়া সরকারকে না বলে দিয়েছে। দেশের গণতন্ত্রমনা ও শান্তিপ্রিয় মানুষ এই ভোট ডাকাতদের আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তিনি সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে তথাকথিত নির্বাচনি তফশিল বাতিল ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় গণজোয়ারে সরকারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com