সুনামগঞ্জে বিএনপির ডাকা হরতালে পুলিশের সাথে সংঘর্ষ

0

সুনামগঞ্জে বিএনপির ডাকা হরতালে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশপাশের এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ। বিএনপি নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দু’পক্ষের ধাওয়া-পাল্ট ধাওয়া। পরে পুলিশ লোকবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com