তফসিল ঘোষণার প্রতিবাদে ইসিকে লাল কার্ড দেখালো এবি পার্টি

0

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনকে লালকার্ড প্রদর্শন করে মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লালকার্ড প্রদর্শন মিছিলে করে দলটি।

মিছিল শেষে বিক্ষোভ সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, অবৈধ নির্বাচন কমিশনের প্রধান হাবিবুল আউয়াল আজ দেশদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী সরকারের ফরমায়েশ বাস্তবায়ন করতে তিনি আজ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আবারও ২০১৪ ও ‘১৮ সালের মতোই একটি সাজানো নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণ আর তাদের সেই সুযোগ দেবে না।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা জনগণের পক্ষ থেকে বিতর্কিত নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের পদত্যাগ দাবি করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com