তফসিল প্রত্যাখ্যান করে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ঘোষণা বিএনপির
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টায় থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।