হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের লাঠিচার্জে ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শহরের ২ নম্বর রেলগেটস্থ আলী আহাম্মদ চুনকা পাঠাগার সামনে মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীদের সাথে ব্যানার নিয়ে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে পেছন থেকে লাঠিচার্জ করে পুলিশ।
মিছিলকারী ২০ জনের বেশি গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম।