নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বরিশালের সড়কে বাম জোটের পিকেটিং

0

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে অর্ধদিবস হরতালের পক্ষে সড়কে অবস্থান নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকালে হরতালের সমর্থনে বরিশালের সড়কে পিকেটিং করেন তারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে নগরের সদর রোড কাকলির মোড় এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করা হয়। এ সময় কোনো ধরনের যানবাহনে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেনি। তবে সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

হরতাল সমর্থকরা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের হরতালের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ঘটনাস্থলে সকাল থেকেই ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

এখানে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, একতরফা নির্বাচন করার জন্য এবারে তফসিল ঘোষণা করা হয়েছে। এটি নির্বাচনের নামে প্রহসন এবং গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকেছে। তাই এই প্রহসনের নির্বাচন বাতিল করে তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com