নির্বাচনী তফসিলকে অবৈধ ঘোষণা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল এলডিপির
জাতীয় নির্বাচনী তফসিলকে অবৈধ ঘোষণা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপির নেতারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা মানি না। এ অবৈধ তফসিল ঘোষণা দেশের জনগণের সাথে প্রতারণার শামিল।