‘একতরফা তফসিল’ ঘোষণা করলে দেশে জটিল অবস্থার সৃষ্টি হবে: ব্যারিস্টার খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা তফসিল’ ঘোষণা করলে আরও জটিল অবস্থার সৃষ্টি হবে।
বুধবার বুধবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলেও মনে করি। এতে দেশে জটিল অবস্থার সৃষ্টি হবে। রাজনীতিতে জটিল অবস্থা সৃষ্টির জন্য পুরোপুরি দায়ী হবেন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার।
এজন্য কমিশনকে তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।