বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মিছিল
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে।
বুধবার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে শতাধিক বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা অবরোধ সমর্থনে মিছিল করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। তারা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান। এ সময় আইনজীবীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।