দেশের মানুষ আরেকটা একতরফা, পাতানো, নির্বাচন দেখতে চায় না: সাইফুল হক
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, গত দুটি নির্বাচনের পরে দেশের মানুষ আরেকটা একতরফা, পাতানো, নির্বাচন দেখতে চায় না। সেই জায়গা থেকে যদি কোনও তফসিল ঘোষণা করেন, তাহলে মানুষ ধরে নেবে, আপনারা এই পাতানো নির্বাচনের সহযোগী। দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারাও একটা ভূমিকা পালন করছেন।’
বুধবার (১৫ নভেম্বর) সরকারের পতনের দাবিতে পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ মিছিল আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের উদ্দেশে বলতে চাই, আপনারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনাদের দায়বদ্ধতা দেশের জনগণের কাছে, দেশের ভোটারদের কাছে, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে। আপনারা আওয়ামী লীগের বা সরকারের কোনও অঙ্গসংগঠন বা গণ-সংগঠন নন। সুতরাং ভোটাররা যে দাবি করছে– একটা বিশ্বাসযোগ্য নির্বাচন। এর জন্য দরকার একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু দেশব্যাপী যখন হরতাল-অবরোধ চলছে, তখন যদি আপনারা একতরফা তফসিল ঘোষণা করেন এটা বাস্তবে দেশের মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার সামিল। তাই নির্বাচন কমিশনকে বলবো এই খেলা বন্ধ করেন।’
তফসিল ঘোষণা বন্ধ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচনের তফসিলের মাধ্যমে দেশকে একটা অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক দুর্ঘটনার দিকে নিয়ে যেতে আপনারা সহায়তা করবেন না। তফসিল ঘোষণা বন্ধ করুন। বিবেকের দায়-নৈতিক দায়ের দিকে অবস্থান নিন। ভোটারদের প্রতি, জনগণের প্রতি, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আপনাদের যে দায়িত্ব তা থেকে আপনারা তফসিল ঘোষণা বন্ধ রাখুন। সরকার যদি জবরদস্তি করে চাপাচাপি করে তাহলে হাবিবুল আওয়াল সাহেব এবং তার সহকর্মীদের বলতে চাই, আপনারা নির্বাচন কমিশন থেকে মান-সম্মান রেখে অনতিবিলম্বে পদত্যাগ করুন। আর যদি তা না করেন, তাহলে ভোট ডাকাত সরকারের সহযোগী হিসেবে মানুষ আপনাদের গণদুশমনের তালিকায় চিহ্নিত করবে।’