ড. মঈন খানের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও ষড়যন্ত্র চলছে: রিজভী

0

দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নামে যে অভিযোগ গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সত্যতা নেই বলে জানিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, এটি তার বিরুদ্ধে চক্রান্তের অংশ।

রিজভী বলেন, ড. মঈন খান একজন বিজ্ঞ রাজনীতিবিদ। সারাদেশের মানুষের কাছে তিনি সম্মানের। তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমি এ ধরনের কোনো চিঠিতে স্বাক্ষর করিনি। এটি ভুয়া স্বাক্ষর। এ ধরনের কার্যকলাপে নিন্দা জানানোর ভাষা আমার নেই। এটি জঘন্য মিথ্যাচার।

তিনি আরও বলেন, যখন ভোটের অধিকার ফিরিয়ে আনার এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন সংগ্রামে সমগ্র জনগোষ্ঠী এক কাতারে। তখন এ ধরনের ষড়যন্ত্রমলক কোনো কাজেই বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি কোনো ক্রমেই বিভ্রান্ত হবে না।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com