বিএনপি নেতা ড. মঈন খানের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ তুলে ছড়ানো হচ্ছে ‘ভুয়া ইমেইল’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একটি চিঠি ছড়ানোর অভিযোগ উঠেছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, তার নাম ব্যবহার করে ভুয়া ইমেইল অ্যাড্রেস থেকে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে একটি চক্র এই চিঠি পাঠাচ্ছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতে শায়রুল কবির খান এই অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লেখা চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়, ‘ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশে জাতীয়তাবাদী দল এর বিরুদ্ধে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা প্রসঙ্গে।’ স্বাক্ষরের স্থানে শায়রুল কবির খানের নাম লেখা।
এবিষয়ে শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে একজন প্রিয় সাংবাদিক একটি চিঠি পাঠিয়ে সত্যতা জানতে চান। চিঠিটা দেখে অবাক হয়েছি। বলার ভাষা হারিয়ে ফেলছি। এই সময়ে এরকম নোংরামি, ষড়যন্ত্র? আমি জোর দাবি জানাচ্ছি এধরনের নোংরামি ও ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য।
তিনি বলেন, কয়েক দিন আগেও এরকমই ষড়যন্ত্রমূলক একটি চিঠি সব সাংবাদিকদের কাছে মেইল করা হয়েছিল। তখন আমি নিজেও প্রতিবাদ জানিয়েছি।