শেখ হাসিনা তারেক রহমানকে হত্যা করতে চান: অভিযোগ রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জনমনে স্পষ্ট হয়েছে তিনি তারেক রহমানকে হত্যা করতে চান।’ গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বিএনপির নাম শুনলেই সরকারপ্রধান আতঙ্কে থাকেন। আগুনে নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর সহিংস হুংকারে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ আতঙ্কিত।
গত রবিবার নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয় তিনি তাকে হত্যা করতে চান। বলতে চাই, যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি-খেউড় আর হুংকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন দিন। ভোটাররাই ফয়সালা করবে। এতই জনপ্রিয় হলে সুষ্ঠু নির্বাচনে ভয় কোথায়?’
তিনি বলেন, ‘আগুনে নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর সহিংস হুংকারে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ আতঙ্কিত। তিনি দেশে গৃহযুদ্ধ বাধাতে চান। তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তিনি নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পুরো আস্থা রাখতে পারছেন না।’