শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে রক্তাক্ত পন্থায় দমন করতে উঠে পড়ে লেগেছে সরকার: বিএনপি

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে রক্তাক্ত পন্থায় দমন করতে উঠে পড়ে লেগেছে ক্ষমতাসীন সরকার। তারা ঢাকা, কিশোরগঞ্জসহ সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে অবরোধ কর্মসূচিকে বানচাল করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন।

বিবৃতিতে রিজভী বলেন, ‘কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়ন ছাত্রদলের নেতা রেফায়েত উল্লাহ ও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: বিল্লাল মিয়াকে আজ সকালে বিএনপির অবরোধ পালনকালে পুলিশ গুলি করে হত্যা করে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ঠেকানোর জন্য এ সরকার পুলিশকে নির্বিচারে হত্যা করার লাইসেন্স দিয়েছে।

তিনি বলেন, পুলিশ আইনানুগ আচরণ করতে ভুলে গেছে। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে অবরোধ কর্মসূচিকে বানচাল করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আত্মত্যাগের অঙ্গীকারে বলিয়ান নেতাকর্মী নিজের জীবনকে তুচ্ছ করেও অবরোধ কর্মসূচি সফল করতে রাজপথে এগিয়ে চলেছে। নিহত রেফায়েত উল্লাহ ও বিল্লাল মিয়ার নাম চলমান গণতান্ত্রিক আন্দোলনের মহান শহীদ হিসেবে বাংলাদেশের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com