‘টার্গেট কিলিং’ মিশনে আওয়ামী লীগ, আন্দোলনের সফলতা দ্বারপ্রান্তে: বিএনপি

0

আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন বাধাগ্রস্ত করতে টার্গেট কিলিং মিশনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় রাজশাহীতে জামায়াতপন্থি চিকিৎসক এবং কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কথা উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথোপকথন ফাঁস হয়েছে। তাতে মন্দিরে হামলার কথা বলা হচ্ছে।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন সরকার মন্দিরগুলোতে হামলা চালাতে পারে। সে কারণে দলের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।

তিনি বলেন, ২৮ তারিখের মহাসমাবেশে সরকার পরিকল্পিত মাস্টারমাইন্ড’র মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করেছে। মহাসমাবেশে নেতাকর্মীরা কোনো সন্ত্রাস করেনি, অথচ তার দায় চাপানো হয়েছে বিএনপির ওপর।

দেশে তিনদিন সর্বাত্মক অবরোধ চলবে জানিয়ে এ বিএনপি নেতা বলেন, জনগণ আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে। আমরা সরকার পতন আন্দোলনের সফলতার দ্বারপ্রান্তে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com