সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পান মিরাজ
বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে বিচরণ তার। লাল-সবুজের সমর্থকদের একটা আক্ষেপ, সাকিবের মতো আরেকজন ক্রিকেটারের জন্য। টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে মুগ্ধতা আর প্রশংসার পাশাপাশি এমন হাহাকারও শোনা যায় কান পাতলে। সেখানেই আশার কথা শোনালেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পান বলে জানিয়েছেন মিরাজ।
বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে প্রশ্ন করা হয় সাকিব না থাকলে তার অভাব পূরণ করার বিশ্বাস আছে কি না। জবাবে মিরাজ বলেন, ‘বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই বিশ্বাস করি।’
মিরাজের ভাষ্যে, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।’