আওয়ামী লী‌গের আর খেলার সামর্থ্য নেই, তা‌দের খেলার সামর্থ্য শেষ: আলাল

0

বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লী‌গের আর খেলার সামর্থ্য নেই। তা‌দের খেলার সামর্থ্য শেষ।

আলাল ব‌লেন, লুডু খেলায় একবার ছক্কা মার‌লে দ্বিতীয়বার মার‌তে পা‌রে। দ্বিতীয়বার ছক্কা মার‌লে তৃতীয়বার মার‌তে পা‌রে। কিন্তু তৃতীয়বার ছয় মারলে রেজাল্ট শূন্য হয়। তিন ছক্কায় পোক্কা হয়। আওয়ামী লীগ ২০০৯, ২০১৪, ২০১৮ সালে তিন ছক্কা মেরে পোক্কা হয়ে গেছে। তাদের আর খেলার সামর্থ্যনাই।

সোমবার (৬ মার্চ) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নিটিতে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দী মু‌ক্তিযুদ্ধা প্রজন্ম’র উ‌দ্দ্যো‌গে ‘বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও স্বা‌ধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর সাহসী ঘোষণাই ছি‌লো তূর্যধ্ব‌নি’ শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

নেতা কর্মী‌দের উ‌দ্দেশে আলাল ব‌লেন, ফুটবল খেলার নিয়ম জানেন তো? ৯০ মিনিটের খেলা। ৮৯ মিনিট পর্যন্ত যদি আপনাদের দখলে বল থাকে কোনো আপত্তি নাই। বাকি ১ মিনিটে দুইটা গোল হয়ে যেতে পারে। সুতরাং আপনারা হতাশ হ‌বেন না। হতাশ হওয়ার কিছুই নাই, দিন ঘুর‌বেই।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, মুক্তিযোদ্ধা যারা এখনও বেঁচে আছেন তারা যদি মনে করেন আমাদের জীবনটা কোনোরকমভাবে পাড় করে দেই, তাহলে এটা ভুল চিন্তা করবেন। আমাদের পরবর্তী প্রজন্মরা একটা সময় আমাদের কবরের সামনে দাঁড়িয়ে জবাবদিহি চাইবে। সুতরাং আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের নির্দেশনা ও দেখানোর পথে মুক্তিযুদ্ধের প্রজন্মরা দেশটা এগিয়ে নিয়ে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com