ফোর-টোয়েন্টি সরকার মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে: মান্না

0

আওয়ামী লীগ নির্বাচনের নামে আর একটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই ৪২০ (ফোর-টোয়েন্টি) সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। এরা মিথ্যুক, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ডাকাত। এরা সারাদেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। দৈনিক দিনকালসহ বন্ধ সব মিডিয়া খুলে দেওয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরা (সরকার) মিথ্যুক, গায়ের জোরে ক্ষমতায় থাকলে মিথ্যা বলা ছাড়া আর উপায় কী! এই সরকার গণমাধ্যম বন্ধ করে দেবে এটা তো খুবই স্বাভাবিক। এখন সময় এসেছে রাজপথে আসুন। সব দলকে একই দাবিতে একই সময় আন্দোলন করতে হবে।

তিনি বলেন, যতই টালিবালি করেন, ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন- সেটা হবে না। পুলিশ আর চামচাদের সহযোগিতা নিয়ে দেশ চালাচ্ছেন। সেই দেশ আর কীভাবে চলতে পারে! নির্বাচনের নামে আরেকটা কারসাজি করতে পারলে জনগণের দুর্ভোগ আরও বেশি নেমে আসবে। এখনই সময় লড়াই করার। চূড়ান্ত আঘাত এখনই করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com