নোয়াখালীর আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
নোয়াখালীর আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) বিশেষ জজ আদালতের বিচারক মো. আহসান তারেক তাকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী নোয়াখালী জেলা বারের সাবেক সভাপতি এবিএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার একমাত্র আসামি তারেক রহমানকে ‘নির্দোষগণ্যে’ খালাস দিয়েছেন বিচারক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডন বিএনপির এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার-পাকবন্ধু’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় একই বছরের ২৩ ডিসেম্বর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন।