ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতিত ইবির সেই ছাত্রী বললেন- নির্যাতনের প্রতিবাদ চালিয়ে যাব

0

‘আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। তবুও যেহেতু তদন্ত কমিটি ডেকেছে আসতেই হবে। আশা করি ক্যাম্পাসে আর এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। তবে ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আমার প্রতিবাদ চালিয়ে যাব।’

হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতিত ভুক্তভোগী ওই ছাত্রী। কমিটির কাছে দীর্ঘ চার ঘণ্টা ধরে ওই রাতের নির্যাতনের বর্ণনা শেষে এসব কথা বলেন ভুক্তভোগী ওই ছাত্রী।

তিনি বলেন, ‘আবার বাবা রিকশা চালিয়ে আমাদের মানুষ করছেন। আমরা গরিব হতে পারি তবে অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। সব অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। আমার পাশে আমার পরিবার সবসময় আছে, থাকবে। পরিবার আমাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে। আমি ভীত নই। অন্যায় মুখবুজে সহ্য না করে প্রতিবাদ করা উচিত। আশাকরি ন্যায়বিচার পাব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com