নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধাকে পেটালো কিশোর গ্যাং
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে পিটিয়েছে কিশোর গ্যাং। এ সময় হামলার শিকার হয়েছে আরো দু’জন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, ‘রাত পৌনে ৮টায় আমি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয়রা আমাকে জানায় যে বাদশা নামে এক ছেলে ও তার সঙ্গীরা আমার নাতি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন খবর শুনে আমি বাদশাকে লোহার রড ও হাতুড়িসহ আটক করে গায়ে থাপ্পড় দেই। আকস্মিক সেখানে আসে কিশোর গ্যাং লিডার মোহন (১৮), জয় (১৪) সহ আরো ১০ থেকে ১৫ জন। একপর্যায়ে তারা বাদশাকে থাপ্পড় দেয়ার কারণ জানতে চেয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে চিৎ করে ফেলে দিয়ে মারধর করে। এ ঘটনায় আমার নাতিসহ আহত দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’
আহত ছাত্রলীগ নেতা সাকিব জানান, সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিশোর গ্যাং লিডার মোহন ও বাদশার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আমার নানা ও বন্ধু সানি আমাকে বাঁচাতে এগিয়ে এলে কিশোর গ্যাং তাদের ওপরও হামলা চালায়।’
তবে হামলার কারণ সম্পর্কে এ ছাত্রলীগ নেতা কিছু জানেন না বলে দাবি করেন।