পাকিস্তানে ভারতীয় দল না এলে পাকিস্তানও যাবে না: পিসিবি প্রধান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ভারত যদি তাদের দল পাকিস্তানে না পাঠায়, তাহলে পাকিস্তান টিমও ওখানে যাবে না।
রোববার জিও নিউজ জানায়, বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবশেষ বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নাজাম শেঠি। তখনই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
গত অক্টোবরে এসিসির সভাপতি ও বিসিসিআইর সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতেই হবে। কারণ ভারত পাকিস্তানে ভ্রমণ করবে না। এরপর তীব্র প্রতিক্রিয়া আসে পিসিবির পক্ষ থেকে- ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। পিসিবির নতুন প্রধান নাজাম শেঠি সেদিকেই তাদের অনঢ় অবস্থান ফের তুলে ধরলেন।
বাহরাইনের বৈঠকে পিসিবি প্রধান আরো বলেন, ভারতীয় বোর্ড যদি তাদের সিদ্ধান্তে বদল না আনে, তাহলে এশিয়াকাপ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে।