আ.লীগ নেতার চাঁদাবাজির ভিডিও করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

0

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের দুলালের চাঁদাবাজির ভিডিও ভাইরাল করায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির মানিককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকালে বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের কৃষক রফিকুল ইসলাম ১৪০ মন ধান পলাশী গ্রামের ধান ব্যবসায়ী শাহিনুর ইসলাম লাবুর কাছে বিক্রি করেন। ধান ব্যবসায়ী ওই ধান অটোভ্যানে করে বস্তুল বাজারে নিজ আড়তে নিয়ে যান। পথিমধ্যে ভ্যানটি পলাশী-কুসুম্বী আঞ্চলিক সড়কের মাঝামাঝিতে পৌঁছলে বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর হাটের ইজারাদার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের দুলাল তার পথ রোধ করেন। তিনি ধান ব্যবসায়ী থেকে মন প্রতি ২০ টাকা হারে খাজনা দাবি করেন।

ধান ব্যবসায়ী তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। তখন তাড়াশ থানা পুলিশের উপ-পরিদর্শক রন্জু আহম্মেদ ও এসআই ওমর ফারুক ঘটনাস্থলে হাজির হন। পরে তারা আটক অটোভ্যান ছেড়ে দেন।

এ সময় পুলিশের উপস্থিতিতে ঘটনাটির ভিডিও ধারণ করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল করে দেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের দুলাল উপজেলা ছাত্রলীগ সভাপতি বরাবর অভিযোগ করেন। পরে উপজেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিককে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com