আ.লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনতে হবে: নুর

0

জনগণ ঐক্যবদ্ধ হলে সরকার বিভ্রান্তি তৈরি করতে নানা ধরনের ইস্যু তৈরি করে করে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।

আমরা যেন এই লক্ষ্য থেকে সরে না যাই। কারণ, এই সরকারের বৈশিষ্ট হচ্ছে, জনগণ যখনই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তারা জনগণের দৃষ্টিকে প্রভাবিত করতে নানা ধরনের ইস্যু তৈরি করে।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার ১৪ দফার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।

সমাবেশে নুরুল হক নুর আরও বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারাও এমন রাষ্ট্র দেখতে চাননি। আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে প্রীতি নিতে চাচ্ছে, সেটা তারা নিজেরাই ধ্বংস করছে। আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনতে হবে।

আওয়ামী লীগ পাঠ্যপুস্তকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার কমলমতী শিশু-কিশোরদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এ ব্যাপারে পুরোপুরি সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায় তাদের প্ররোচনায় পা দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সরকার আমাদের মধ্যেও বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে আমরা বিভিন্ন পক্ষ-বিপক্ষ করে আলাদা হয়ে যাই। আমাদেরকে বুঝতে হবে এটা তাদের চাল। এ চালে কোনোভাবেই পা দেওয়া যাবে না।

বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ও সরকার গঠনের উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চের জন্ম হয়েছে জানিয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ৩০ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, তাদের বিকল্প হিসেবে দেশ ও মানুষকে নতুন ধারার দিকে অগ্রসর করবে গণতন্ত্র মঞ্চ। এখন গণতন্ত্র মঞ্চকে আরও কীভাবে বিকশিত করা যায়, পাড়া-মহল্লা ও জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া যায়, সে রোডম্যাপ তৈরি করে আমাদের এগিয়ে যেতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com