কাদের সিদ্দিকীকে অতীত ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

0

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে (বীর উত্তম) অতীত ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে মত ও পথের পার্থক্য থাকতে পারে। কিন্তু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদতলে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কাদের সিদ্দিকীই একমাত্র ব্যক্তি যিনি বেসামরিক থেকে দেশের সর্বোচ্চ বীরোত্তম খেতাব পেয়েছেন। পঁচাত্তর সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর প্রতিবাদ না করলে আমরা বাঙালি জাতি কলঙ্কিত থাকতাম। তার নেতৃত্বে যারা সেদিন জীবনবাজি রেখে প্রতিবাদ করেছিলেন তারা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। জাতি সেজন্য তাদের কাছে চির কৃতজ্ঞ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com