বিএনপিকে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করা হবে: শেখ হেলাল

0

বিএনপিকে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করা হবে উল্লেখ করে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সামনে কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি বলেছিল ১০ জানুয়ারির পর সরকার থাকবে না উল্লেখ করে শেখ হেলাল উদ্দিন বলেন, ‘১১ জানুয়ারি থেকে নাকি চোর তারেক রহমান দেশ চালাবে। ১১ জানুয়ারি তো চলে গেছে। কোথায় চোরা তারেক, কোথায় বিএনপি।’

যুবলীগের সম্মেলনে যোগ দেওয়ার কারণ জানিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমি সাধারণত যুবলীগ ও ছাত্রলীগের সম্মেলনে আসি না। আজ এই সম্মেলনে এসেছি, কারণ আমার ভাতিজা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এখানে এসেছে। কাজেই এখানে থাকা আমার দায়িত্ব। ১৫ আগস্ট আমার সঙ্গে এতিম হয়েছে সেও। আমার ভাই শেখ রাসেল বেঁচে থাকলে আজ পরশের মতোই হতো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com