বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছে ‘ছয় মাসের রিভিউ’
ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নয়নের উপায় কী? একটি নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ মাস অন্তর অন্তর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচার করবে বিসিবি। খবরটি দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে এক বছরের চুক্তি করে থাকে। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এক বছরের বিচার বিবেচনায় খেলোয়াড়দের সঙ্গে নতুন চুক্তি করে বিসিবি। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, এবার ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করার পরিকল্পনা করছে বিসিবি। নির্দিষ্ট ছয় মাস পর খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করবে ক্রিকেট বোর্ড।