খালেদা জিয়ার নাইকো মামলার চার্জশুনানি অব্যাহত
নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে চার্জশুনানি অব্যাহত আছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এই শুনানি হয়।
এদিন খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করেন।
এদিন না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী হাজিরা দেন।
এর আগে গত ২ আগস্ট দুদক কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠন শুনানি শেষ করেন। এরপর খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানি শুরু হয়।