কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকার অসহায় মানুষের মাঝে কৃষক দলের কম্বল বিতরণ

0

কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জারইতলা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কৃষক দলের অনুষ্ঠান থেকে কম্বল গ্রহণ করেছেন পাশের দক্ষিণ জাললাবাদের বৃদ্ধা আতর বানু (৮০)। হাঁটতে পারছিলেন না তিনি। লাল রঙের একটি কম্বল পেয়ে তার চোখে পানি চলে আসে। তিনি বলেন, ‘বাবারে আমার কেউ নাই। ছুডো একটা ঘরে থাহি। রাত হইলে খুব শীত করে। ওরা আমারে কম্বলডা দিছে। এখন একটু শান্তিতে ঘুমাইতে পারবাম। আমার খুব খুশি লাগদাছে। আল্লাহ হেরারে ভালা রাহুক।’

কম্বল নিতে এসেছিলেন রসুলপুর গ্রামের দৌলত বানু (৮৫)। কম্বল পেয়ে খুশি হয়ে তিনি বলেন, ‘ক’দিন ধইরা শীতির ঠ্যালায় ঘুমাতে পারিনি বাজান। আইজ কম্বল মুড়ি দিয়ে আরাম কইরে অ্যাট্টা ঘুম দেব।’

অনুষ্ঠানস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের চারগাতী গ্রাম থেকে কম্বল নিতে এসেছেন দরিদ্র কৃষক আব্দুর রাশিদ (৭৫)। তিনি বলেন, ‘এহন কোনু নির্বাচন নাই। তাই কেউ আমরার খোঁজ-খবর নেয় না। শীতে খুব কষ্টে দিন কাটাইতাছি। আজকে ওরা কম্বল দিছে। আমরার খুব ভালা লাগতাছে।’

জাতীয়তাবাদী কৃষক দল নিকলী উপজেলা শাখার আহ্বায়ক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।

মিঠু জানান, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুক মিয়ার অর্থায়নে নিকলী উপজেলার প্রতিটি ইউনিয়নে কম্বল বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। জারইতলা ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com