আরেকটু উষ্ণতা আরেকটু সুবাস

0

পূর্ব লন্ডনে বুধবার হিমশীতল রাতে লিভারপুল আরেকটু উষ্ণতা পেল। আরেকটু এগিয়ে গেল শিরোপার দিকে। সাফল্যের চূড়ায় ওঠার পথে আরেকটি বাধা পেরোলো। এবার ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে। মোহামেদ সালাহ ও অ্যালেক্স অক্সলেড-চ্যাম্বারলেইন অলরেডদের দুই গোলদাতা। ১৯ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এখন চূড়ায় ইয়ুর্গেন ক্লপের দল।

এ মৌসুমে ২৪ লিগ ম্যাচে ২৩ জয় তাদের অপ্রতিরোধ্য পরিভ্রমণের ইঙ্গিতবহ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি পড়ে আছে অনেক পেছনে। ১৪ ম্যাচ বাকি থাকতেই শিরোপার সুবাস পাচ্ছে লিভারপুল। ১৯৯০-র পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।

এই জয়ে লিগে সব প্রতিপক্ষকে হারানোর চক্র পূরণ করল লিভারপুল। সব মিলে লিগে টানা ৪১ ম্যাচে অপরাজিত তারা। ম্যাচের ৩৫ মিনিটে সালাহর স্পটকিকে এগিয়ে যায় লিভারপুল। ওয়েস্ট হ্যামের ডি-বক্সে ওরিগি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। লিগে এ মৌসুমে মিসরের ফরোয়ার্ডের এটি ১২তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ায় অতিথিরা। ৫২ মিনিটে প্রতিপক্ষের কর্নার রুখে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে লিভারপুল। বল নিয়ে এগিয়ে বাঁ প্রান্তে চেম্বারলেইনকে দারুণ পাস দেন সালাহ। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার চেম্বারলেইন (২-০)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com