দীর্ঘ কোভিডের বেশিরভাগ উপসর্গ এক বছরের মধ্যে সেরে যায়

0

দীর্ঘ কোভিডের (লং কোভিড) বেশিরভাগ উপসর্গ এক বছরের মধ্যে সেরে যায়। ইসরায়েলের একটি বড় গবেষণায় এমন তথ্য দেওয়া হয়েছে। 

তবে এ গবেষণায় কোভিডে আক্রান্ত হয়ে যারা গুরুতর অসুস্থ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

গন্ধ এবং স্বাদ হারানো, শ্বাসকষ্ট, দুর্বলতা, বুক ধড়ফড়, স্ট্রেপ থ্রোট, মাথা ঘোরা, স্মৃতিশক্তি দুর্বলতাসহ বেশিরভাগ লক্ষণই ১২ মাসের মধ্যে সেরে যায় বলে তাদের গবেষণায় উঠে এসেছে।

ইসরায়েলের কেআই রিসার্চ ইনস্টিটিউটের গবেষক এবং কো-গবেষক মেতাল বিভাস-বেনিতা বলেছেন, ‘কোভিডের পর এক বছর ধরে শ্বাসকষ্ট বা দুর্বলতায় ভুগছেন কিছু সংখ্যক লোক।

বিএমজে জার্নালে প্রকাশিত গবেষণায় আরও দেখা গেছে যে, যারা করোনার টিকা নেয়নি, তাদের তুলনায় টিকা দেওয়া রোগীদের শ্বাসকষ্টের ঝুঁকি কম ছিল।
শিশুদের প্রাপ্তবয়স্কদের তুলনায় কম স্বাস্থ্য সমস্যা ছিল এবং তাদের বেশিরভাগ এক বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com