প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় শিমুল বিশ্বাস
বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তার মা খোদেজা বিশ্বাসের জানাযায় অংশগ্রহণ করেছেন।
রাত আড়াইটায় কুঠিপাড়া ঈদগাহ মাঠে তাশিমুল বিশ্বাসের মায়ের জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে দাফন সম্পন্ন হয়।
মায়ের মৃত্যুর পর তার জানাযায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আবেদন জানায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার প্যারোল মুন্জুর করেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে পাবনায় নিয়ে আসা হয়।
গভীর রাতে অনুষ্ঠিত জানাযা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।