দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধ করে দেশের অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিবাদ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দৃঢ় অবস্থান ও কার্যকরী পদক্ষেপ নেওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com