দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধ করে দেশের অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিবাদ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে দৃঢ় অবস্থান ও কার্যকরী পদক্ষেপ নেওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।